ক্রিকেট ইতিহাসে আজকের দিন: জুলাই – ৭

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

🔘আজকের দিনে বাংলাদেশ ক্রিকেট:

টি-টোয়েন্টি ক্রিকেট:
২০১৫ সাল – বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা
ফলাফলঃ বাংলাদেশ ৩১ রানে পরাজিত।

মেয়েদের টি-টোয়েন্টি:
২০১৮ সাল – বাংলাদেশ বনাম পাপুয়ানিউগিনি
ফলাফলঃ বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

▪️বঙ্গদেশের প্রথম সুপারস্টারের জন্ম!
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম সুপারস্টার বলা হয় তাকে। ৯৮ নাম্বার জার্সি পরিহিত এই ক্রিকেটার সাক্ষী হয়ে আছেন অনেক প্রথম জয়ের। এই আশরাফুল টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্ব কনিষ্ঠ সেঞ্চুরিয়ান। রচিত হয়েছে কার্ডিফ স্মৃতি। বাংলাদেশের পক্ষে তিন ফরম্যাটেই দ্রুততম ফিফটির রেকর্ড যুক্ত আছে নামের পাশে। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১২ বছর রাজত্ব চালানো আশরাফুলের আজ জন্মদিন।

▪️অভিষেক টেস্ট সেঞ্চুরি:
চলছিলো নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ টেস্ট সিরিজের ৩য় ম্যাচ। সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে অনেকটা নিশ্চিন্তেই ছিলো ইংলিশরা৷ সেই ম্যাচ অভিষেক হয়েছিলো সাবেক ইংলিশ ওপেনার আর্থার মিল্টনের৷ অভিষেক সেই ম্যাচে অভিষেকে সেঞ্চুরি করার গৌরভ অর্জন করেন অর্থার মিল্টন। ১৯৫৮ সালের আজকের এইদিনে টেস্ট ক্রিকেট ইতিহাসে ২৮ তম ব্যাটসম্যান হিসেবে এমন রেকর্ডের আসনে বসেন আর্থার মিল্টন।

▪️১৩ বলে ওভার!
ক্রিকেটে সবচেয়ে দীর্ঘতম ওভার ২২ বলের। অর্থাৎ ৬ টি লিগ্যাল ডেলিভারির জন্যে বোলার কে ২২ বল করতে হয়েছে৷ ঠিক তেমনি ১৯৩৪ সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার এক টেস্ট ম্যাচে স্যার গুব্বি অ্যালেন ঘটিয়েছিলেন এমন এক কীর্তি। ইনিংসের উদ্ভোধনী ওভার করতে এসে তিনি ওভার শেষ করেছিলেন ১৩ বলে! ওভারে ছিলো ৪ টি নো বল এবং ৩ টি ওয়াইড বল। এমনকি তিনি সেই ইনিংসে ১১৩ রান খরচ করেও ছিলেন উইকেট শূন্য।

▪️প্রমীলা টেস্ট ক্রিকেটে দ্বি-শতক!
প্রমীলা ক্রিকেটে সর্বমোট ডাবল সেঞ্চুরির সংখ্যা ৭ টি। আমাদের দেশে প্রমীলা টেস্ট ক্রিকেট অভাবনীয় বিষয় হলেও বিশ্বের প্রমীলা টেস্ট ক্রিকেটের হাট বসে বেশ দাপুটে ভাবেই। তেমনি ২০০১ সালে আজকের এইদিনে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড প্রমীলা দলের মধ্যকার এক টেস্ট ম্যাচে অজি ব্যাটসম্যান ক্যারেন রোল্টন খেলেন ২০৯ রানের এক অতিমানবীয় ইনিংস। যা ছিলো নারীদের টেস্ট ক্রিকেট ইতিহাসে ৩য় ডাবল সেঞ্চুরির রেকর্ড এবং তৎকালীন ব্যক্তিগত সর্বোচ রানের ইনিংস! এর আগের রেকর্ড ২০৪ রানের রেকর্ড ভেঙ্গে ২০০১ সালের আজকের এইদিনে অজি ব্যাটসম্যান ক্যারেন রোল্টন গড়েন নারী টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যাক্তিগত রানের ইনিংস; ২০৯ রানের ইনিংস। এরপর ২০০৪ সালে ভাঙে সেই রেকর্ড।

▪️প্রথম সুপারসাব পরিবর্তন ক্রিকেটে!
ফুটবলে তো অনেক সময়েই দেখা হয় সাব খেলোয়াড় বা বদলি খেলোয়াড়ের নিয়মে প্লেয়ার পরিবর্তনের ছক কষে ম্যাচ বের করে নেন কোচেরা৷ কিন্তু ক্রিকেটে কি আদৌ এমন দেখা যায়? যদিও অনেকের উত্তর আসবে না। তারপরেও জেনে রাখা ভালো এই আইনরি ক্রিকেটেও ছিলো, কিন্তু পরবর্তীকালে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ক্রিকেট থেকে এই নিয়ম নিষিদ্ধ করে। ২০০৫ সালের আজকের এই দিনে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বপ্রথম হয়েছিলো ব্যবহার। ২০০৫ সালের আজকের এইদিনের সেই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে ইংলিশ ক্রিকেটার সাইমন জন্স এর বদলি হিসেবে ১ম ক্রিকেটার হিসেবে সুপারসাব নিয়মে মাঠে নেমেছিলো বিক্রম সোলঙ্কি।

🔘আজকের দিনে যাদের জন্ম:

১৮৫৬ সাল – জর্জ হার্ন – ইংল্যান্ড।
১৮৭৫ সাল – ভিনসেন্ট ট্যানক্রেড – দক্ষিণ আফ্রিকা।
১৯৩৮ সাল – মার্জোরি মারভেল – অস্ট্রেলিয়া।
১৯৭০ সাল – মিন প্যাটেল – ভারত।
১৯৭৫ সাল – ভিনসেন্ট ট্যানক্রেড – দক্ষিন আফ্রিকা।
১৯৭৭ সাল – শাজম বাবওয়াহ – ওয়েস্ট ইন্ডিজ।
১৯৭৯ সাল – ডগলাস হন্ডো – জিম্বাবুয়ে।
১৯৮১ সাল – মহেন্দ্র সিং ধোনি – ভারত।
২০০০ সাল – দেবদত্ত পাদিক্কাল – ভারত।

🔘আজকের দিনে যাদের মৃত্যু:

১৮৮৬ সাল – বিল হিচ – ইংল্যান্ড ।
১৯৩১ সাল – জোহানেস কোটজে – দক্ষিন আফ্রিকা।
১৯৩৪ সাল – লিওনেল ট্যাপস্কট – দক্ষিন আফ্রিকা।

🔘আজকের দিনে পাঁচ উইকেট:

১৮৮৬ সাল – ডিক বার্লো – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
১৯৫১ সাল – জিওফ চাব – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড।
১৯৮৬ সাল – চেতন শর্মা – ভারত বনাম ইংল্যান্ড।
১৯৯০ সাল – এডি হেমিংস – ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড।
২০১১ সাল – ক্যাথারিন ব্রুন্ট – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া(প্রমীলা)
২০১১ সাল – ইশান্ত শর্মা – ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ।
২০১৯ সাল – এলিসি পেরি – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (প্রমীলা)

🔘আজকের দিনে সেঞ্চুরি:

১৯৪০ সাল – মরিস লেল্যান্ড – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
১৯৪৭ সাল – ডেনিস কম্পটন – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা।
১৯৪৭ সাল – বিল এডরিচ – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা।
১৯৫৫ সাল – ডেনিস কম্পটন – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা।
১৯৫৮ সাল – পিটার মে – ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড।
১৯৫৮ সাল – আর্থার মিল্টন – ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড।
১৯৭৩ সাল – জিওফ্রে বয়কট – ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড।
১৯৮৪ সাল – জেন ব্রিটিন – ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (প্রমীলা)
১৯৮৯ সাল – ডিন জোন্স – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
১৯৯৬ সাল – ডেবি হকলি – নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড (প্রমীলা)
১৯৯৮ সাল – অরবিন্দ ডি সিলভা – শ্রীলঙ্কা বনাম ভারত।
১৯৯৮ সাল – শচীন তেন্ডুলকর – ভারত বনাম শ্রীলঙ্কা।
১৯৯৮ সাল – সৌরভ গাঙ্গুলি – ভারত বনাম শ্রীলঙ্কা।
২০০১ সাল – রিচার্ড মার্টিন – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
২০০১ সাল – অ্যাডাম গিলক্রিস্ট – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
২০০১ সাল – কারেন রোল্টন – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (প্রমীলা)
২০০৫ সাল – মার্কাস ট্রেসকোথিক – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
২০০৯ সাল – গ্যাভিন হ্যামিলটন – স্কটল্যান্ড বনাম কানাডা।
২০০৯ সাল – ফ্রেজার ওয়াটস – স্কটল্যান্ড বনাম কানাডা।
২০০৯ সাল – সন্দীপ জ্যোতি – কানাডা বনাম স্কটল্যান্ড।
২০১০ সাল – টম কুপার – নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান।
২০১২ সাল – ক্রিস গেইল – ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড।
২০১২ সাল – মারলন স্যামুয়েলস – ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড।

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর