আশরাফুলের হাটট্রিক; সাইফের সেঞ্চুরি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

চলছে এনসিএলের দ্বিতীয় রাউন্ড। প্রথম দিনেই স্পিন ঘূর্ণিতে হাসান মুরাদ পকেটে পুড়েছেন পাঁচ উইকেট; সাইফ হাসানের সেঞ্চুরির দিনে হ্যাটট্রিকের দেখা পেয়েছে মোহাম্মদ আশরাফুল। এদিকে প্রথম দিনেই এক ম্যাচে পতন হয়েছে ২০ উইকেটের; স্পিনারদের পকেটে ২০ উইকেটের ১৯ উইকেট!

রাজশাহী বনাম ঢাকা মেট্রো:

প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনার তামিমের ৭৭ ও শান্তর ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে হাঁটলেও মোহাম্মদ শরিফুল্লাহ ও বাঁহাতি স্পিনার রাকিবুলের বোলিং তাণ্ডবে ২৫২ রানে অলআউট হয়। দিনশেষে ঢাকা মেট্রোর সংগ্রহ বিনা উইকেটে ৩ রান।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী – ২৫১/১০
তামিম ৭৭, শান্ত ৬৭, জুনায়েদ ৩৯
শরিফুল্লাহ ৭০/৫, রাকিবুল ৬৪/৩

ঢাকা মেট্রো – ৩/০
সাদমান ২, রাকিব ১

প্রথম দিন শেষে ২৪৯ রানে পিছিয়ে ঢাকা মেট্রো।

ঢাকা ডিভিশন বনাম রংপুর ডিভিশন:

সিলেট স্টেডিয়ামে টস ভাগ্যে জয়ী ঢাকা নেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। অধিনায়কের সিদ্ধান্তকে কাজে লাগিয়ে ওপেনিংয়ে নামা মজিদ তুলে নেন সেঞ্চুরি। পিছিয়ে ছিলেন না বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সাইফ হাসানও। দিনশেষে সেঞ্চুরির দেখা পাওয়া সাইফ অপরাজিত থেকে মাঠ ছাড়েন! মজিদের পর সাইফের সেঞ্চুরিতে রংপুরের বিপক্ষে বড় সংগ্রহের আশা দেখছে ঢাকা…

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা – ২৯৩/৩
মজিদ ১১০, সাইফ ১০৯, রনি ৩৯, তাইবুর ১৪
জয় ৩৩/১, নাসির ২৬/১, তানভীর ৪৬/১


খুলনা বনাম সিলেট:

সিলেটের একাডেমি গ্রাউন্ডে টস ভাগ্যে জয়ী সিলেটের কাপ্তান নেন বোলিংয়ের সিদ্ধান্ত। অধিনায়কের সিদ্ধান্তকে কাজে লাগিয়ে বোলাররা এনে দেন সাফল্য! সাকিব-এবাদতরা পেস বোলিংয়ে দারুণ সাফল্যের দেখা পান। খুলনা ১৯৬ রানে অলআউট হলেও দিনশেষে স্বস্তিতে নেই সিলেট!

সংক্ষিপ্ত স্কোরঃ

খুলনা – ১৯৬/১০
বিজয় ৫৫, জিয়াউর ৩৯, কায়েস ৩১
রাজা ৩১/৩, সাকিব ২৭/২, এবাদত ৩৭/২

সিলেট – ৩০/৩
গালিব ১২, জাকির ১২*, অমিত ৪
মিরাজ ১৩/২, আল আমিন ৭/১

প্রথম দিন শেষে ১৬৬ রানে পিছিয়ে সিলেট।


বরিশাল বনাম চট্টগ্রাম:

প্রথম দিনেই অলআউট দুই দল; স্পিনারদের পকেটে ১৯ উইকেট! অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে দুই দলের মধ্যকার ম্যাচে। হাসান মুরাদের দুর্দান্ত বোলিংয়ে ১৪৬ রানে অলআউট বরিশাল। হাসান মুরাদের বোলিং দিনে আশরাফুলের হাটট্রিক! দিনশেষে মাত্র ৮৭ রানে থামে চট্টগ্রামের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১৪৬/১০
রাফসান ৬০, মঈন ৪৫, ফজলে রাব্বি ১২
হাসান মুরাদ ২৬/৫, নাঈম ৪৫/৪, রানা ৩৯/১

চট্টগ্রাম – ৮৭/১০
ইরফান ২০, ইমন ১৭, দীপু ১৪
মুনির ১৫/৫, আশরাফুল ৫৩/৫

প্রথম দিন শেষে বরিশাল ৫৯ রানে এগিয়ে।

 

, , ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর