একটি নয়, প্রয়োজনে চার-পাঁচটি রিভার্স সুইপ খেলবো!

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

রিভার্স সুইপ; মুশফিক ভক্তদের কাছে এক হতাশার নাম। এই রিভার্স সুইপে রচিত হয়েছে বেশকিছু হতাশার গল্প। গুরুত্বপূর্ণ সময়ে রিভার্স করে নিজেকে বিলিয়ে দেওয়া মুশফিক গত ম্যাচেও পুড়েছেন হতাশায়। তবুও এই রিভার্স সুইপের লোভ সামলাতে পারছেন না দেশসেরা এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে রিভার্স সুইপ করে ফিরেছিলেন সাজঘরে। দ্বিতীয় ম্যাচে পুরো ইনিংসে রিভার্স সুইপ করা থেকে সংযত রেখেছিলেন মুশফিক। ফলাফলও পেয়েছিলেন হাতেনাতে; তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।

লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুশফিকের ব্যাটিং দেখে যদি কেউ মনে করেন রিভার্স সুইপ করা থেকে নিজেকে সংযত রেখেছিলেন মুশফিক তাহলে ভুল ভেবেছেন, কেনোনা মুশি জানান ইচ্ছে করেই রিভার্স সুইপ খেলেননি তিনি। রিভার্স সুইপ খেলা নিয়ে মুশফিক বলেন, “(হেসে) আমি মনে করি, এটা আমার প্রিয় শটগুলির একটি এবং আমার একটি শক্তির জায়গাও। এরকম পরিস্থিতি আসেনি (এই ম্যাচে), এলে অবশ্যই আবার খেলব এবং এটাও বলতে চাই, তৃতীয় ওয়ানডেতে পরিস্থিতি এলে একটা নয়, আরও চার-পাঁচটাও খেলতে পারব।”

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর