ক্রিকেট ইতিহাসে আজকের দিন: এপ্রিল – ১৩

Arfin Rupok
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

▪️আজকের দিনে বাংলাদেশ ক্রিকেট:

ছেলেদের ওয়ানডে-
২০০৮ সাল – প্রতিপক্ষ পাকিস্তান – পাকিস্তান ২৩ রানে জয়ী।
২০১১ সাল – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া – অস্ট্রেলিয়া ৬৬ রানে জয়ী।

▪️আজকের দিনে যাদের জন্ম:

১৮৬৭ সাল – স্যামি উডস – অস্ট্রেলিয়া।
১৯০৬ সাল – স্যামুয়েল বেকেট – আয়ারল্যান্ড।
১৯১২ সাল – মরিস সিভারস – অস্ট্রেলিয়া।
১৯৩৮ সাল – জ্যাক পটার – অস্ট্রেলিয়া।
১৯৪৩ সাল – পিটার কোমন – নিউজিল্যান্ড।
১৯৭৬ সাল – এভারটন মাতাম্বানাদজো – জিম্বাবুয়ে।
১৯৭৬ সাল – ডার্লিংটন মাতাম্বানাদজো – জিম্বাবুয়ে।
১৯৮৩ সাল – ক্রিস ব্রিট – অস্ট্রেলিয়া।
১৯৯২ সাল – মোহাম্মদ আমির – পাকিস্তান।

▪️আজকের দিনে যাদের মৃত্যু:

১৯৫১ সাল – টি. এ. রামচন্দ্রন – ওয়েস্ট ইন্ডিজ।
১৯৯৭ সাল – ফফি উইলিয়ামস – ওয়েস্ট ইন্ডিজ।

▪️আজকের দিনে পাঁচ উইকেট:

১৯৫৫ সাল – রে লিন্ডওয়াল – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
১৯৬২ সাল – লস অ্যাঞ্জেলেস কিংস – ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত।
১৯৯৪ সাল – অ্যান্ড্রু ক্যাডিক – ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ।
২০০৩ সাল – জেসন গিলেস্পি – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
২০০৫ সাল – চামিন্দা ভাস – শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড।

▪️আজকের দিনে সেঞ্চুরি:

১৯৬২ সাল – গারফিল্ড সোবার্স – ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত।
১৯৭১ সাল – সুনীল গাভাস্কার – ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ।
১৯৯৬ সাল – ড্যারিল কালিনান – ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান।
২০০৪ সাল – অ্যান্ড্রু ফ্লিনটফ – ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ।
২০০৫ সাল – লু ভিনসেন্ট – নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা।
২০০৬ সাল – রিকি পন্টিং – অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ।
২০০৮ সাল – কামরান আকমল – পাকিস্তান বনাম বাংলাদেশ।
২০০৮ সাল – সালমান বাট – পাকিস্তান বনাম বাংলাদেশ।
২০০৯ সাল – গিবস – দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া।
২০১০ সাল – শিবনারায়ণ চন্দরপল – ওয়েস্ট ইন্ডিজ বনাম কানাডা।
২০১১ সাল – মাইকেল হাসি – অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ।
২০১৫ সাল – ইয়ান বেল – ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ।

 

,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর