ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ এপ্রিল-২৯

Ashik Hasan
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

🔘সাধারন ঘটনাঃ
২০১৫ বিশ্বকাপ ফাইনালের হিরোর জন্মদিন…..
৩ অফ ৩৬, ২০১৫ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে জেমস ফকনারের বোলিং ফিগারটা ছিলো এরকম৷ ইনিংসের ৩৫ তম ওভারে রস টেইলর ও কোরি অ্যান্ডারসনকে আউট করে ঘুড়িয়ে দেন ম্যাচের চাকা। তার একটু পরে নিউজিল্যান্ডের সেট ব্যাটসম্যান গ্র্যান্ট এলিয়েটকে আউট করে নিউজিল্যান্ডের আশা ভরসা শেষ করে দেন। আর বেশিদুর আগাতে পারিনি নিউজিল্যান্ড। ১৮৩ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়া হেসে খেলে সহজে জিতে যায় বিশ্বকাপ। ম্যাচের ট্যার্নিং পয়েন্টে ৩ উইকেটে নিয়ে ম্যাচ সেরা হন জেমস ফকনার। ১৯৯০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জেমস ফকনার।

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
১৮৬৫- ডেভিড ইলডার (অস্ট্রেলিয়া)
১৯১৮- মার্ভ হার্ভে (অস্ট্রেলিয়া)
১৯৪০- ব্রায়ান টাবের (অস্ট্রেলিয়া)
১৯৬৬- ফিল টাফনেল (ইংল্যান্ড)
১৯৭২- তরুণ শর্মা (ভারত)
১৯৭৪- ট্রেন্ট জনসন (আয়ারল্যান্ড)
১৯৭৯- আশীষ নেহেরা (ভারত)
১৯৮৮- আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)
১৯৯০- জেমস ফকনার (অস্ট্রেলিয়া)
১৯৯০- সাদ নাসিম (পাকিস্তান)
১৯৯২- স্টিফেন বার্ড (দক্ষিণ আফ্রিকা)
১৯৯৫- মিনোদ ভাুনকা (শ্রীলঙ্কা)

আজকের দিনে যারা মৃত্যু বরন করছেনঃ
১৯২১- আর্থার মোল্ড (ইংল্যান্ড)
২০০৭- ডিক মোৎজ (নিউজিল্যান্ড)
২০১৩- শহীদ ইজরার (পাকিস্তান)

💯আজকের দিনে যারা শতক হাকিয়েছেনঃ
১৯৬৩- রবি শাস্ত্রী (ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ)
১৯৮৪- গর্ডন গ্রীনিজ (ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া)
১৯৯১- মার্ক টেলর (অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ)
১৯৯৫- রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া)
১৯৯৬- ন্যাথান অ্যাসলে (নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ)
১৯৯৭- অরবিন্দ ডি সিলভা (শ্রীলঙ্কা বনাম পাকিস্তান)
১৯৯৭- সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা বনাম পাকিস্তান)
২০০৫- গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ)
২০০৫- এবিডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ)
২০০৬- জেমস ফ্রাঙ্কলিন (নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১৩- হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ)
২০১৫- মোহাম্মদ হাফিজ (পাকিস্তান বনাম বাংলাদেশ)

২০২১- লাহিরু থিরিমানে (শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ)

২০২১- দিমুথ করুরাত্নে (শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ)

5️⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
১৯৮৯- কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত)
১৯৯০- ওয়াকার ইউনুস (পাকিস্তান বনাম শ্রীলঙ্কা)
২০০৪- মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে)

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর