চার মাসের জন্য ছিটকে গেলেন পোপ

Arfin Rupok
  • প্রকাশিত সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • শেয়ার করুন

  • Facebook

ওলি পোপ, ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান। সাদা পোশাকের ম্যাচে বর্তমান সময়ে নিয়মিত দেখা যায় তাকে। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৩ টেস্ট খেলা পোপ এবার ইনজুরির কারণে চার মাসের জন্য ছিটকে পড়েছেন ক্রিকেট থেকে।

পাকিস্তানের বিপক্ষে অ্যাজেশ বোলে তৃতীয় এবং শেষ টেস্টের ৪র্থ দিনে ব্রডের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে চার বাঁচাতে গিয়ে বাম কাঁধে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।

কাঁধের ব্যথা গুরুতর হওয়ায় গত বুধবার লন্ডনে এমআরআই করায় পোপ। সেখানে পরীক্ষার পর গতকাল (২৭ আগস্ট) ডাক্তার জানায় সার্জারীর প্রয়োজন পোপের। এর ফলে আগামী চারমাস ক্রিকেট থেকে দূরে থাকতে হবে পোপকে।

পোপের কাঁধের চোট নতুন নয়, এর আগেও বাম কাঁধে চোট পেয়ে ৩ মাস মাঠের বাহিরে থাকতে হয়েছিলো পোপকে। যার ফলে অ্যাশেজ খেলা হয়নি তার।

উল্লেখ্য, চার মাসের জন্য পোপ ক্রিকেটের বাহিরে থাকলেও বেগ পেতে হবেনা ইংল্যান্ডকে। কেননা ২০২০ সালে কোনো টেস্ট সিরিজ(আপাতত) নেই ইংল্যান্ডের। ২০২১ এর শুরুতে শ্রীলঙ্কা এবং ভারত সিরিজ দিয়ে সাদা পোশাকে ফিরবে ইংল্যান্ড।

 

, ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর