যুব বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে রাকিবুল

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook
সৌরভ গাঙ্গুলির থেকে তিন দলীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন রাকিবুল।

বেজে উঠেছে যুব বিশ্বকাপের দামামা। আসছে বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে এবারের আসর। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের চোখ এই বিশ্বকাপেও ভালো করার। ইতিমধ্যেই নিজেদের প্রস্তুত করছে যুবারা। দলে আছেন চ্যাম্পিয়ন দলের তিন সদস্য সাকিব, রাকিবুল ও নাবিল। এবারের আসরে রাকিবুলের নেতৃত্বে দল ঘোষণা করেছে বিসিবি।

ভারতে তিন দলীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়ন হবার। সেই লক্ষ্যে বেশ পরীক্ষিত দল গড়ার চেষ্টায় ছিলো বিসিবি। যদিও করোনা ইস্যুতো পরিকল্পনা অনুযায়ী এগুতে পারেনি বিসিবি। আফগান সিরিজ ও শ্রীলঙ্কার পর ভারতের পারফরম্যান্স বিচার করে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে আছেন আইচ মোল্লা সহ বেশকিছু পরীক্ষিত পারফর্মার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

রকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, মেহরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, নাইমুর রহমান নয়ন।

স্ট্যান্ড বাই: মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম, শাকিব শাহরিয়ার ও গোলাম কিবরিয়া।

উল্লেখ্য বিশ্বকাপের এই স্কোয়াড দেখা যাবো চলতি মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত যুবাদের এশিয়া কাপেও।

 

, , ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর