সোমবার তামিম এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৈঠক করেছেন দুই জনের মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে। দুজনই অবশেষে মুখ খুলেছেন সংবাদ মাধ্যমে।
তামিমকে জাতীয় দলে ফেরাতে হলে যেনতেন ভাবে ফেরানো যাবে না। তামিম খেলার পরিবেশ চান। অসুস্থ পরিবেশে তিনি ঢুকবেন না।
দেশের জাতীয় নির্বাচনের পর বিপিএল। তারপর সবকিছু নিয়ে বসবেন বিসিবি বস। তামিম যদি দেখেন বর্তমান দলে ফিরলে দেশের ক্রিকেট নিয়ে কিছু করা যাবে। তাহলে ফিরবেন। না হলে বিদায় বলে দেবেন। কিন্তু কাদা ছোড়াছুড়ির মধ্যে যাবেন না খান পরিবারের সন্তান তামিম ইকবাল খান।