১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিপিএল-এ প্রথমবার অধিনায়ক হচ্ছেন লিটন

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি , ২০২৪ ২:১৪

বিপিএলে অধিনায়ক হিসেবে লিটনের পথচলা শুরু হবে প্রথম দিনই, কুমিল্লা মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকার। ইমরুল কায়েসের জায়গায় উইকেটরক্ষক লিটন কুমার দাসকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজটি।

পরদিন  চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নেতৃত্বে অভিষেক হবে বিজয়ের। গতবার ইমরুল কায়েসকে ছেড়ে দিলেও খেলোয়াড় ড্রাফট থেকে তাকে দলে ভেড়ায় চারবারের চ্যাম্পিয়নরা। দুই মৌসুম ছাড়া সবকটি আসরে কুমিল্লাতেই খেলেন লিটন।

এখন পর্যন্ত কুমিল্লার হয়ে ৫৫ ম্যাচ খেলে লিটনের সংগ্রহ ১ হাজার ৩৬ রান। ফিফটি পাঁচটি, সর্বোচ্চ ৭০। স্টাম্পের পেছনে গ্লাভস হাতে ২৭টি ক্যাচ, ১৭টি স্টাম্পিং।

,

মতামত জানান :