১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে শিরোপা জেতাতে আইসিসির কারসাজি – মাইকেল ভন

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
শুক্রবার, ২৮ জুন , ২০২৪ ১০:২১

বিশ্বকাপ আসরে প্রতিটি দলই আসে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে। তবে ভারতকে দেওয়া আইসিসির বিশেষ সুবিধা বাকিদের ফেলে দেয় অসুবিধায়। কখনো কখনো তা হয়ে উঠে টুর্নামেন্ট থেকে বিদায়ের কারণও। যা নিয়ে এবার আইসিসির কঠোর সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।

টুর্নামেন্টের গ্রুপিং থেকে শুরু করে ম্যাচের সূচি ও ভেন্যু নির্ধারণের ক্ষেত্রেও ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে করেন ভন। যা নিয়েই এবার আইসিসির কঠোর সমালোচনা করেছেন ভন। ভারতই একমাত্র দল যারা টুর্নামেন্টে পা রাখার আগেই জেনে গিয়েছিল সেমিফাইনালে উঠলে তাদের ভেন্যু কোনটি হবে।

ভন বলেন, ‘এটা তাদের (ভারতের) টুর্নামেন্ট, তাই না? আক্ষরিক অর্থে, এটি তাদের টুর্নামেন্টই। তারা যখনই চায় খেলতে পারে, তারা জানতে পারে তারা কোথায় সেমিফাইনাল খেলতে চায়। তারা সকালে প্রতিটি ম্যাচ খেলে যাতে ভারতের লোকেরা রাতে টেলিভিশনে তা দেখতে পারে।’

ভন আরও বলেন, ‘যখন আপনি বিশ্বকাপে যান, তখন টুর্নামেন্টের একটি দলের প্রতি কোনো ধরনের সহানুভূতি বা কোনো ধরনের প্রভাব থাকতে পারে না। আর এই টুর্নামেন্টটি সম্পূর্ণরূপে ভারতের জন্য তৈরি করা হয়েছে। যা এখন পানির মতোই সহজ। বিশ্বকাপে এটা হতে পারে না। এটা সবার জন্য সমান হতে হবে।’

, ,

মতামত জানান :