১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইসিসি’র কাছ প্রায় ১.৯৩ কোটি টাকা পুরস্কার পায় ওমান ক্রিকেট বোর্ড

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
রবিবার, ৮ জুন , ২০২৫ ৮:১৮

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল ওমান। তবে তাজ্জব করে দেওয়ার তথ্য হল, সেই বিশ্বকাপের পর এতগুলো দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত প্রাইজমানির টাকা পাননি ওমানের ক্রিকেটাররা। উলটে ওমানের জাতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়েছেন ১৫ জন ক্রিকেটার। এমনকী দেশও ছাড়তে হয়েছে তাঁদের।

বিশ্বকাপে গ্রুপ-সি’তে সবার নিচে শেষ করেছিল ওমান। তবে, বিশ্বকাপে সুযোগ করে নিয়ে আইসিসি’র কাছ প্রায় ১.৯৩ কোটি টাকা পুরস্কার পায় ওমান ক্রিকেট বোর্ড। সেই অর্থমূল্য পাননি টিম ওমানের ক্রিকেটাররা। প্রতিবাদ করেছিলেন। ফলস্বরূপ জুটেছে তিরস্কার। বাদ পড়েছেন দল থেকে। দেশত্যাগ পর্যন্ত করতে হয়েছে কাশ্যাপ প্রজাপতি, ফায়াজ বাটদের।

আইসিসি’র নিয়ম, ২১ দিনের মধ্যে তাদের আয়োজিত কোনও ইভেন্টের অর্থমূল্য খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দিতে হবে। তবে আইসিসি জানিয়েছে, এই পুরস্কারমূল্য পাননি ওমান ক্রিকেটাররা। তাছাড়াও ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) জানিয়েছে, “টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কিছু দেশ এখনও পর্যন্ত তাদের ক্রিকেটারদের পুরো পুরস্কারমূল্য দেয়নি। কিন্তু একমাত্র ওমান ক্রিকেট বোর্ড তাদের দেশের ক্রিকেটারদের এক পয়সাও দেয়নি।”

মতামত জানান :