১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জরিমানা গুনতে হচ্ছে ভারতকে

প্রতিবেদক
সোমবার, ১৫ মার্চ , ২০২১ ৭:৪৫

গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ইংল্যান্ড-ভারত দলের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্লো ওভার রেট বজায় রাখার কারণে ভারতকে জরিমানা করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘স্লো ওভার রেটের কারণে ভারতকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।’ নির্ধারিত সময় শেষে ভারত দল এক ওভার পিছিয়ে থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় আইসিসি। ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি তাদের দোষ স্বীকার করেছেন এবং উল্লিখিত শাস্তি মেনে নিয়েছেন।


ম্যাচটিতে ইংল্যান্ডকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে ভারত।

,

মতামত জানান :