১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় দলে সুযোগ পেয়েও ভ্রমণ অস্বস্তির জন্য খেলতে অস্বীকৃতি!

প্রতিবেদক
Saiful Islam
মঙ্গলবার, ১৩ এপ্রিল , ২০২১ ৮:৩৪

জাতীয় দলে খেলা একজন খেলোয়াড়ের কাছে খুব গর্বের একটি বিষয়। কিন্তু সুযোগ পেয়েও খেলতে অস্বীকৃতি জানান ক’জন? এমন কাজটিই করেছেন ৩৩ বছর বয়সী পাকিস্তানি লেগস্পিনার জাহিদ মাহমুদ। কারণটিও খুব অদ্ভুত । লেস্পস্পিনার সাদাব খান চোটে পড়ায় তার বদলে আসন্ন জিম্বাবুয়ে সফরের টি-টুয়েন্টি ও টেস্ট স্কোয়াডে ডাক পড়ে জাহিদের। টি-টুয়েন্টি স্কোয়াডের অন্য ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি প্রতিবেশী দেশ জিম্বাবুয়েতে যাবে। জাহিদকে তাই একাই যেতে হত। তিনি একা যাওয়ার কথা শুনেই শকড হয়ে যান! আগে কখনো বিদেশে যান নি বলে একা বিদেশ ভ্রমণ করতে পারবেন না বলে পিসিবিকে সাফ জানিয়ে দিয়েছেন। অগত্যা পিসিবি তাকে টি-টুয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেয়। এখন জাহিদ মাহমুদ টেস্ট সিরিজে অংশ নিতে টেস্ট স্কোয়াডের যারা পাকিস্তান থেকে যাবেন তাদের সাথেই ভ্রমণ করবেন।

মতামত জানান :