চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে ভারতীয় ব্যাটারদের রানের পাহাড়ে চাপা পড়লো বাংলাদেশ। প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে চারশোর্ধ্ব রানের লক্ষ্যে খেলতে নামবে সাকিব-লিটনরা।
তিন ম্যাচ সিরিজের আগের দুই ম্যাচ জিতে ২-০ তে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। তবে এবার সাগরিকায় লাল সবুজের বোলারদের উপর ঝড় তুলেছে ঈশান কিশান ও বিরাট কোহলি। রোহিত শর্মার অনুপস্থিতিতে সুযোগ পেয়েই নিজের সক্ষমতার জানান নিয়েছেন ঈশান। মেইডেন ওডিয়াই সেঞ্চুরির পর করেছেন দ্বিশতকও। ১৩১ বলে ২৪ চার ও ১০ টি ছয়ে খেলেছেন ২১০ রানের দুর্দান্ত ইনিংস। লিটনের হাতে জীবন পেয়ে কোহলি পেয়েছেন নিজের ৪৪ তম ওডিয়াই শতকের দেখা। ৯১ বলে ১১৩ রানের ইনিংস সাজিয়েছেন ২ ছয় ও ১১ চারে।
নির্ধারিত ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ৪০৯ রান। ফলে প্রথম বারের মতো ৪০০ এর অধিক রানের টার্গেটে ব্যাট করতে নামবে বাংলাদেশ। এর আগে ২০০৫ সালে নটিংহামে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৩৯১ রান করেছিলো ইংল্যান্ড।