২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাকিবদের কড়া হুশিয়ারি রাসেল ডোমিঙ্গোর

প্রতিবেদক
ডেস্ক নিউজ
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর , ২০২২ ৫:৩৫

ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৪ ই ডিসেম্বর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। তবে তার আগেই সাকিবদের কড়া হুশিয়ারি দিয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

চট্টগ্রামে প্রথম টেস্টে মাঠে নামার আগে মধ্যরাতে ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাত ১ টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ৯০ মিনিটের খেলা হলেও রাত ৩টায় শেষ হবে ম্যাচটি, তবে ম্যাচটি অতিরিক্ত সময় বা ট্রাইবেকারে গড়ালে ম্যাচ শেষ হবে ভোর রাতে।

ম্যাচটি আর্জেন্টিনার বলেই বাংলাদেশের ড্রেসিংরুম নিয়ে চিন্তা করতে হচ্ছে ম্যানেজমেন্টের। কারণ মেসির পায়ের জাদুকে একপাশে রেখে ঘুমাতে যাওয়া আর্জেন্টাইন ফ্যানদের জন্য অনেক বড় ত্যাগই বলা চলে।

তাই মঙ্গলবার সংবাদ সম্মেলন শেষে ক্রিকেটারদের উদ্দেশ্য করে ডোমিঙ্গো বলেন,” ওদেরকে অবশ্যই দ্রুত বিছানায় যেতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভোর তিনটা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে নয়টায় টেস্ট ম্যাচ খেলতে পারেন না আপনি। এটা হবে স্টুপিড! ওরা যদি এটা করে, আমি হতাশই হব, খুবই হতাশ হব।”

,

মতামত জানান :