১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেলো ভারত

প্রতিবেদক
ডেস্ক নিউজ
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর , ২০২২ ১:৪২

চট্টগ্রামের এম এ আজিজ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের ২য় সেশনে শেষ হয়েছে ভারতের প্রথম ইনিংস। প্রথম দিনের করা ২৭৮ রানের সাথে দ্বিতীয় দিনে আরো ১২৬ রান যোগ করেছে ভারত।

গতকাল ৮২ রানে অপরাজিত থাকা শ্রেয়স আইয়ারকে দ্রুতই ফিরিয়ে দেন এবাদত হোসেন। আইয়ারকে ব্যক্তিগত ৮৬ ও দলীয় ২৮৩ ফেরালেও কুলদীপ এবং রবিচন্দ্র অশ্বীনের জুটিতে ৩৮০ এর কোটা পার হয় ভারত। রবীচন্দ্র অশ্বীন করেন ৫৮ রান, কুলদীপের উইলোতে আসে ৪০ রান। এরপর উমেশ ইয়াদাবের ১৫ রানে ভর করে সবকটি উইকেট হারিয়ে ৪০৪ রানের সংগ্রহ পায় ভারত।

বাংলাদেশের পক্ষে মিরাজ ও তাইজুল ৪টি করে উইকেট লাভ করেন।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪/১(২.০ ওভার)
নাজমুল হোসেন শান্ত ০
জাকির হাসান ১*
ইয়াসির আলী ৩*

, , ,

মতামত জানান :