রঙিন পোশাকে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাংলাদেশের স্টাইলিশ ব্যাটসম্যান লিটন কুমার দাস। মারকুটে স্বভাবের ডানহাতি এই ওপেনিং ব্যাটার দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সদস্য। অস্ট্রেলিয়াতে সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে ম্যাচে বেশ আক্রমণাত্মক ইনিংস খেলতে দেখা গিয়েছিল তাঁকে। ওই ম্যাচে মাত্র ২১ বলে অর্ধশতক তুলে নিয়ে রেকর্ড গড়েছিলেন লিটন। আউট হওয়ার আগে খেলেছিলেন ২৭ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস।
ব্যাট হাতে লিটনের সেরা সময় চোখে পড়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিদের। যার ফল সরূপ প্রথম বারের মতো ডাক পেয়েছেন স্বপ্নের আইপিএলে। নিলামের ২য় ডাকে ৫০ লাখ রূপিতে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান কে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডারর্স।
এছাড়া গত আসরে অবিক্রীত বাংলাদেশী অলরাউন্ডার সাকিবও দল পেয়েছেন এবার। ১.৫০ কোটি রূপীতে তার ঠিকানা কলকাতাতেই।
এছাড়াও ২ কোটিতে রূপিতে দিল্লিতে ঠাঁই হয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের।