আজ উন্মোচিত হলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৩ এর ট্রফি। ১৪ ই মার্চ ট্রফি উন্মোচনের কথা থাকলেও ৩ দিন আগেই মিরপুর হোম অব গ্রাউন্ডে ট্রফি উন্মোচন করা হলো। আগামী ১৫ ই মার্চ থেকে মাঠে গড়াবে ব্যাটে বলের লড়াই। ইতোমধ্যেই নিজেদের দল গুছিয়ে নিয়েছে ক্লাব গুলো
প্রতিবারের এবারও মতো রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বে সব দলগুলো একটি করে ম্যাচ খেলবে একে অপরের সঙ্গে। । ১ম পর্ব শেষে শেষ ৩টি দল নিজেদের মধ্যে একবার করে রেলিগেশন লিগের ম্যাচ খেলবে, তার মধ্যে দুই দল রেলিগেটেড হবে। এরপর টেবিলের শীর্ষ দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
ডিপিএলের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব