বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৭৮ রানে জয় পেয়েছে আইরিশরা। সিলেট আউটার স্টেডিয়ামে প্রথম ব্যাট করতে নামে সফরকারীরা। বৃষ্টির কারণে ম্যাচে দৈর্ঘ্য নেমে আসে ৪০ ওভারে। ফলে ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৫ রানের বড় সংগ্রহ পায় এন্ডি বালবির্নির আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন কার্টিস ক্যাম্ফার। মাত্র ৪৯ বলে ৭ চার ও ৪ ছয়ে দৃষ্টি নন্দন ইনিংসটি খেলেন আইরিশ অলরাউন্ডার। এছাড়া স্টারলিং ৫৪, গ্যারেথ ডেলানি ৩৬ ও স্টিফেন দোহানি খেলেন ৩০ রানের ইনিংস। বিসিবি একাদশের হয়ে দুইটি করে উইকেট নেন লেগ স্পিনার রিশাদ ও পেসার রেজাউর রাজা, ১ টি উইকেট নেন সৌম্য সরকার।
২৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩২.১ ওভারে মাত্র ১৮১ রানেই গুটিয়ে যায় স্বাগতিক বিসিবি একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন সৌম্য সরকার, শামীম পাটোয়ারী করেন ৩৫ রান।