১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুশফিকের বিধ্বংসী সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

প্রতিবেদক
ডেস্ক নিউজ
সোমবার, ২০ মার্চ , ২০২৩ ৬:১৫

এটাই কি চেনা বাংলাদেশ? হয়তো! ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন লিটন–শান্ত! সেইসব ছাপিয়ে ব্যাট হাতে মুশফিক ধারণ করেন রূঢ়মূর্তী৷ বাংলাদেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি তুলে নেওয়ার দিনে বাংলাদেশ সংগ্রহ করে রেকর্ড ৩৪৯ রান।

আজ সোমবার (২০ মার্চ) সিলেটে দুপুর দুইটায় মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। টস ভাগ্যে আয়ারল্যান্ডের জয় হলে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশকে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে খেলতে নামা বাংলাদেশের শুরুটা হয় সাবধানী। পাওয়ার প্লের শেষ বলে রান আউট হয়ে তামিম ফিরলেও ততক্ষণে মাইলফলকে পৌঁছে যান তিনি। দেশের পক্ষে প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম।

দলীয় ৪২ রানে তামিম ফিরলে লিটন ও শান্তর ব্যাটে আড় সংগ্রহের পথে এগিয়ে যায় বাংলাদেশ। অসাধারণ ব্যাটিংয়ে দু’জনই তুলে নেন ফিফটি। ফিফটির পর ব্যক্তিগত ৭০ রানে লিটন বিদায় নিলে দ্রুত আউট হোন সাকিব। সাকিবের বিদায়ের পর ফিরে যান শান্তও। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে তাওহীদ হৃদয়কে সাথে নিয়ে জুটি বাঁধনে মুশফিক।

মুশফিক ও হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে বদলে যায় দৃশ্যপট। অসাধারণ ব্যাটিংয়ে মুগ্ধ করেন হৃদয়। একই সাথে মুশফিক তুলে নেন ফিফটি। ফিফটির খুব কাছে গিয়ে হৃদয় ৪৯ রানে ফিরলেও মাত্র ৬০ বলে দেশের পক্ষে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানও আসে এদিন। ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩৪৯ রান। একই সাথে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ৩৪৯/৬ (৫০ ওভার)

মুশফিক ১০০*, শান্ত ৭৩, লিটন ৭০, হৃদয় ৪৯; হিউম ৫৮/৩, আইডার ৬০/১

,

মতামত জানান :