স্পিন রাজ্যে পেসারদের উত্থান ঘটেছিল আগেউ, আজ যেটি করে দেখিয়েছে এটি ছিলো অবিশ্বাস্য। হাসান মাহমুদের পাঁচ উইকেটের সাথে তাসকিনের ৩ ও এবাদতের ২ উইকেটে ১০১ রানেই অলআউট আয়ারল্যান্ড।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেটে সিরিজ নির্ধারণি ম্যাচে দুপুর আড়াইটায় মুখোমুখি হয় আয়ারল্যান্ড ও বাংলাদেশ। টস ভাগ্যে আয়ারল্যান্ডের জয় হলে নেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয় নামেন তানিম ইকবালের দল।
নির্ধারিত সময়ে খেলা শুরু হলে পাওয়ার প্লেতে নতুন বলে তাণ্ডব চালান হাসান মাহমুদ, পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনও সাফল্য পেলে ২৭ রানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। সেখান থেকে এবাদতের জোড়া আঘাত, এরপর তাসকিনের তাণ্ডব। শেষ উইকেট হিসেবে হিউম সাজঘরে ফিরলে প্রথমবারের মত ওয়ানডেতে পাঁচ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। এরই সাথে আয়ারল্যান্ড অলআউট হয় ১০১ রানে।
সংক্ষিপ্ত স্কোর:.
আয়ারল্যান্ড ১০১/১০ (২৮.১ ওভার)
ক্যাম্ফার ৩৬, টাকার২৮; হাসান ৩২/৫, তাসকিন ২৬/৩, এবাদত ২৯/২