আকাশের ঝড় থামলেও চট্টগ্রামে চার-ছয়ের ঝড় থামতে দেন নি লিটন কুমার দাস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বোলারদের উপর বিধ্বংসী হয়ে ভেঙেছেন ১৬ বছর আগের রেকর্ড।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন লিটন। ক্যারিয়ারের ১০ম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতক হাকানোর দিনে ১৮ বলে এই অর্জনে নাম লেখান লিটন।
এর আগে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে অর্ধশতক হাঁকিয়ে ছিলেন মোহাম্মদ আশরাফুল। লিটনের আজকের ইনিংসের আগে এটিই ছিলো বাংলাদেশের দ্রুততম টি-টোয়েন্টি অর্ধশতক।