ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেওয়া বাংলাদেশের সামনে এখন টেস্ট সিরিজ জয়ের মিশন। এই মিশনকে সামনে রেখে সাকিবের নেতৃত্বে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গুঞ্জন ছিলো আইপিএল মাতাতে টেস্ট সিরিজ মিস করবেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হয়নি, সাকিবকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। একই সাথে দলে ফিরেছেন সাদমান ইসলাম। তবে ইনজুরির কারণে একমাত্র টেস্ট মিস করবেন জাকির হাসান। এছাড়াও বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান, এনামুল বিজয়, ইয়াসির আলী ও নাসুম আহমেদ।
মিরপুরে একমাত্র টেস্টে আগামী ৪ এপ্রিল মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ।
বাংলাদেশের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।