আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে আজ মিরপুরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম দিনের খেলা শেষে ১৮০ রানে পিছিয়ে সাকিবের দল।
মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশী বোলারদের তোপের মুখে ২১৪ রানেই গুটিয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড। বাংলাদেশের পক্ষে ৫ উইকেট লাভ করে বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। এটি তার ক্যারিয়ারের ১১ তম ৫ উইকেট, এছাড়াও এবাদত ও মিরাজ ২টি ও শরিফুল নেন ১ উইকেট।
আইরিশদের পক্ষে সর্বোচ্চ সর্বোচ্চ ৫০ রান করেন হ্যারি টেক্টর, দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে লরকান টাকারের ব্যাট থেকে।
আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের জবাবে ১ম দিনে মাত্র ১০ ওভার ব্যাটিং করার সুযোগ পায় স্বাগতিকরা। তবে এই ১০ ওভারেই নিজেদের টপ অর্ডারের ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় ২ রানেই, ব্যক্তিগত ০ রানে ফিরে যান নাজমুল শান্ত। এরপর মুমিনুলের সাথে মাত্র ৩২ রানের পার্টনারশিপ শেষে প্রথম দিনের শেষ বলে দলীয় ৩৪ ও ব্যক্তিগত ২১ রানে ফিরে যান ওপেনার তামিম ইকবাল।
ফলে আইরিশদের চেয়ে ১৮০ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ।