১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাস্তি পেলেন মিরাজ, গুনলেন জরিমানা

প্রতিবেদক
ডেস্ক নিউজ
রবিবার, ৯ এপ্রিল , ২০২৩ ১:১৩

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার নিয়ে বিতর্ক যেনো অবিচ্ছেদ্য অংশ। প্রতি আসরেই আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ দেখা যায় খেলোয়াড়দের। এবারও তার ব্যতিক্রম নয়।

ঢাকা প্রিমিয়ার লীগের এবারের আসরেও ভিন্ন ভিন্ন ম্ঢ়াচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের। ৮ ই এপ্রিল বিকেএসপিতে অনুষ্ঠিত মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সিটি ক্লাবের মধ্যকার ম্যাচেও ঘটেছে এমন ঘটনা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটিংয়ের সময় ১৪ তম ওভারে সিটি ক্লাবের আসিফ হাসানের করা বল ব্যাটিংয়ে থাকা মিরাজের প্যাডে লাগতে দেখা যায়। সিটি ক্লাবের আবেদনে সাড়া দিয়ে মিরাজকে আউট ঘোষণা করেন আম্পায়ার, আর তাতেই বাধে বিপত্তি।

 

আউটের সিদ্ধান্ত সহজ ভাবে মেনে নিতে পারেন নি মিরাজ, ফলে এ নিয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর মাঠ ছেড়ে ড্রেসিংরুমে গিয়ে বারবার সতীর্থদের সাথে আউটের ভিডিও নিয়ে কথা বলছিলেন। কথা বলতে দেখা গেছে বাউন্ডারি লাইনে থাকা চতুর্থ আম্পায়ারের সঙ্গেও। মিরাজ  ওনার কাছে আউটের কারণ জানতে চাইলে আম্পায়ার জানান এটা আউটই ছিলো।

মিরাজের এসব প্রতিবাদের বিপক্ষে অভিযোগ আনেন দায়িত্বরত আম্পায়ার। ফলে লেভেলে-১ পর্যায়ের অপরাধ দেখিয়ে মিরাজকে ১০০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

, ,

মতামত জানান :