কলম্বোতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম একদিবসীয় ম্যাচ।
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সাইকেলে এখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার সমান তিন পয়েন্ট। শ্রীলঙ্কা সাত ও বাংলাদেশ আছে আটে।
পি সারা ওভালে বৃষ্টি নামার আগে ৩৬.৪ ওভারে শ্রীলঙ্কা করেছিলো ১৫২-৬ রান। নাহিদা তিন উইকেট, ফাহিমা, সুলতানা শিমু ও জাহানারা একটি করে উইকেট নিয়েছিলেন।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশের নারীরা। সুলতানা খাতুনের অভিষেকের দিনে প্রথমবারের মতো সালমা-রুমানাকে ছাড়া ওয়ানডে ম্যাচ খেলতে নামে বাংলাদেশ।
একই ভেণ্যুতে পরের দুই ম্যাচ হবে ২ ও ৪ মে তারিখে।