আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ দলের মধ্যকার একমাত্র প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। স্থানীয় সময় সকাল ১০:৪৫ মিনিটে টস হওয়ার কথা থাকলেও ক্যামব্রিজের ফার্নার্সে তখন ঝুম বৃষ্টি।
২ ঘন্টা বৃষ্টি শেষে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়লে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। ম্যাচ না হলেও ফুরফুরে মেজাজে দেখা গেছে মিরাজ-মুশফিক-তামিমদের।
ইংল্যান্ডের মাঠে আইরিশদের বিপক্ষে ৯ ও ১২ ই মে প্রথম দুইটি ওডিয়াই খেলতে নামবে টাইগাররা। তৃতীয় ওডিয়াই অনুষ্ঠিত হবে ১৪ ই মে। তৃতীয় ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও প্রথম দুই ওডিয়াইতে দুদলর আসল প্রতিপক্ষ হতে পারে বৃষ্টি।