আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের চেমসফোর্ডর কাউন্ট্রি গ্রাউন্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় সফরকারী বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে মুশফিক-শান্তরা।
দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিক, দ্বিতীয় সর্বোচ্চ নাজমুল শান্ত করেন ৪৪ ও মিরাজের ব্যাট থেকে আসে ২৭ রান।
আইরিশদের পক্ষে লিটল ৩ টি, এডায়ার ও হিউম ২ টি এবং ক্যাম্ফার ও ডকরেল ১টি করে উইকেট নেন।
২য় ইনিংসে জয়ের জন্য ২৪৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ড ইনিংসের ১৬.৩ তম ওভারে বৃষ্টি বাঁধার সম্মুখীন হয়। ততক্ষণে তারা ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ৬৫ রান। বাংলাদেশের পক্ষে তাইজুল, হাসান মাহমুদ ও শরিফুল ১টি করে উইকেট নেন।
বৃষ্টির কারণে পরবর্তীতে খেলা শুরু না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন দায়িত্বরত আম্পায়ারবৃন্দ।