চারপাশে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে সাদা বলের আমেজ দেখা মিলেছে বহুবার। এবার দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে সিলেটে গড়াবে টেস্ট ম্যাচ। চলতি বছরের শেষদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে লড়বে সাকিব-তামিমরা।
সিলেটের নান্দনিক পরিবেশ মুগ্ধতা ছড়িয়েছে আগেই। বর্তমান সময়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের আয়োজন হলেও প্রায় পাঁচ বছর ধরে সিলেটে হয়নি টেস্ট ম্যাচ। এবার সেই আক্ষেপ ঘুচতে চলছে। নভেম্বর-ডিসেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি গড়াবে সিলেটে।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি সিলেটে গড়াবে সেটি ক্রিকবাজের সঙ্গে আলাপকালে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল। এরফলে প্রায় ৫ বছর পর সিলেটে গড়াবে টেস্ট ম্যাচ।
উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেপ্টেম্বরে বাংলাদেশে পা রাখার কথা রয়েছে নিউজিল্যান্ডের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর বিশ্বকাপ শেষে নভেম্বরে টেস্ট খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।
সেপ্টেম্বরের ২১, ২৩ ও ২৬ তারিখে মিরপুরে গড়াবে ওয়ানডে সিরিজ। এরপর বিশ্বকাপে অংশ নিবে দুই দল। বিশ্বকাপ শেষে নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড। ২৩-২৪ তারিখে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ২৮ নভেম্বর – ২ ডিসেম্বর সিলেটে প্রথম টেস্টে নামবে দুই দল। সিরিজের বাকি টেস্ট মিরপুরে গড়াবে ৬-১০ ডিসেম্বর।
এরআগে, গত ৩১ মে সিলেট ভেন্যু পরিদর্শনে এসেছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) চার সদস্যের পরিদর্শক দল।