চার বছর পর আবারও টেস্ট খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান। প্রথম দেখায় রশিদের লেগ স্পিন ঘূর্ণিতে হার মেনেছিল বাংলাদেশ। এবার একমাত্র টেস্ট রশিদ খানকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আজ বুধবার (৭ জুন) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে আফগান বোর্ড। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ মিস করলেও তৃতীয় ম্যাচ খেলেছিলেন রশিদ। এরপরও বাংলাদেশের বিপক্ষে রশিদ খানকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করে দলটি। এছাড়াও দলে নেই মুজিব-উর রহমান।
একমাত্র টেস্ট মাঠে গড়াবে ১৪ জুন থেকে। মিরপুরে গড়াবে টেস্ট ম্যাচটি। টেস্ট ম্যাচ শেষে ভারতে উড়াল দিবে আফগানিস্তান। সেখানে ভারতের বিপক্ষে সিরিজ শেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আবারও বাংলাদেশে পা রাখবে দলটি।
আফগানিস্তানের টেস্ট স্কোয়াড:
হাসমাতুল্লাহ শহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বহীর শাহ মাহবুব, আফসার জাজাই, ইকরাম আলিখেল, করিম জানাত, জহির খান, হামজা হটাক, ইজহারুল্লাহ হক নাভীদ, ইব্রাহিম আব্দুলরহিমজাই, ইয়ামিন আহমাদজাই ও নিজহাত মাসুদ।