ওডিয়াইতে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলার বাঘিনীরা।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত প্রমিলা দলকে ৩৪ রানে পরাজিত করেছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ৪৩ ওভারে ১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে অলআউট হয় সফরকারীরা। ফলে ৪০ রানের জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে মারুফা আক্তার ৪টি, রাবেয়া খান ৩ টি ও নাহিদা এবং সুলতানা ১ টি করে উইকেট শিকার করেন।
বাংলাদেশ প্রমিলা দল: ১৫২/৯(৪৩.০ ওভার)
জ্যোতি ৩৯, ফারজানা হক ২৭।
ভারত প্রমিলা দল: ১১১/১০( ৩৫.৫ ওভার)
সিরিজে ১-০ তে লিড নিলো টাইগ্রেসরা।
এর আগে ওডিআইতে ৫ দেখায় একটিতেও জয় ছিলো না বাংলাদেশের। সিরিজের ২য় ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ শে জুলাই