৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাঁচামরার ম্যাচে বাংলাদেশ আবারো জ্বলে উঠবে – সাকিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
শনিবার, ৯ সেপ্টেম্বর , ২০২৩ ১২:০১

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে লাহোরে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে টাইগারদের সামনে জয় ছাড়া অন্য পথ খোলা নেই। লংকানদের কাছে হেরে গেলে ফাইনালে খেলার আশা একরকম শেষ হয়ে যাবে।

বাঁচামরার ম্যাচে বাংলাদেশ আবারো জ্বলে উঠবে বিশ্বাস অধিনায়ক সাকিব আল হাসানের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন, আমাদের বোলিং বিভাগ ভালো করছে। এই মুহূর্তে ব্যাটিং ভালো ও খারাপ মিলিয়ে হচ্ছে। আমাদের ধারাবাহিক হতে হবে। আমরা সেটাই করার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, এ ম্যাচকে গুরুত্বসহকারে নিতে হবে। সামনে এগিয়ে যেতে হবে। কারণ শ্রীলংকার বিপক্ষে আমাদের আরও একটি ম্যাচে আছে। আমি আশা করি, আমরা ঘুরে দাঁড়িয়ে জয়ের ধারায় ফিরতে পারবো।

মতামত জানান :