৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
বুধবার, ২০ সেপ্টেম্বর , ২০২৩ ১১:১৩

সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে এই সিরিজের ম্যাচ। টিকিটের সর্বোচ্চ দাম ১৫০০ টাকা। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে টিকিট। এবার অনলাইনেও মিলবে এই সিরিজের টিকিট।

ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটমূল্য ধরা হয়েছে ২০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটমূল্য ৩০০ টাকা। ক্লাব হাউজে বসে খেলা দেখতে হলে টিকিটমূল্য ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১০০০ টাকায় আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটমূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা।

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ২১ সেপ্টেম্বর। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে- ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

মতামত জানান :