১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেন মাহমুদ উল্লাহ

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
বুধবার, ২০ সেপ্টেম্বর , ২০২৩ ৮:৫০

আগামীকাল বৃহস্পতিবার থেকে মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে বড় একটি মাইলফলক স্পর্শ করতে পারেন মাহমুদ উল্লাহ। বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজারি ক্লাবে নাম লেখানোর দ্বারপ্রান্তে রিয়াদ।

আর ৫০ রান করলেই ওয়ানডেতে পাঁচ হাজার রান পূর্ণ হবে তার। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজেই মাইলফলক স্পর্শ করার সুযোগ পাচ্ছেন মাহমুদ উল্লাহ। ২০০৭ সালের জুলাইয়ে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মাহমুদ উল্লাহর। এ বছরের মার্চে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি।

এখন পর্যন্ত ২১৮ ম্যাচে ১৯০ ইনিংসে তিনটি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরিতে ৩৫.৩৫ গড়ে ৪৯৫০ রান করেছেন মাহমুদ উল্লাহ। ৩৭ বছর বয়সী মাহমুদ উল্লাহর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।

 

সুত্রঃ কালেরকন্ঠ

, ,

মতামত জানান :