১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট সিরিজে সাকিব-তামিম না থাকায় অনভিজ্ঞ তরুণদের উপর ভরসা

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
সোমবার, ২৭ নভেম্বর , ২০২৩ ১:৫৪

বিশ্বকাপে তামিম ইকবালের অভাব অনুভুত হয়েছে প্রচুর। অধিনায়ক সাকিব ‘টু ইন ওয়ান।’ তার অনুপস্থিতিতে ব্যাটিংয়ের পাশাাপাশি বোলিংটাও হয়ে যায় কমজোরি। বিশ্বকাপের ব্যর্থতা, বিপর্যয়ের পর ঘরের মাঠে টিম সাউদির অভিজ্ঞ, পরিণত ও কুশলী দলের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব-তামিম না থাকায় তাই বড় ক্ষতি। সঙ্গে লিটন দাসের অভাব মেটানোও কঠিন।

অভিজ্ঞ মুশফিকুর রহিম আর সাবেক অধিনায়ক মুমিনুল হক ছাড়া সে অর্থে দলে অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত পারফরমারও নেই। এ সিরিজের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপুর মত অনভিজ্ঞ তরুণরাই ভরসা।

হাথুরুসিংহে বলেন ‘এখন তরুণদের দিকে তাকানোর সময়। তারা কি করতে পারে? সেটাও দেখার এখনই সময়। কারণ, আমরা কয়েকজন অভিজ্ঞ পারফমার নিয়ে খেলবো, যারা এবার নেই। এবার মনে রাখতে হবে এসব অভিজ্ঞ পারফরমাররা সবাই আজীবন থাকবে না।’

মতামত জানান :