বিসিবি সভাপতির পদ ছাড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন পাপন। আজ নিজ বাসভবনে জাতীয় দলের সাবেক অধিনায়ক, ওপেনার তামিম ইকবালের সঙ্গে একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন নাজমুল হাসান পাপন ।
নাজমুল হাসান পাপন বলেন এই টার্ম তো আর বেশি দিন নাই। আমিও আর বেশি দিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব।
যা যা করা দরকার এটা আমি করে যাবো। সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নেব।