১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়নস ট্রফির এককভাবে আয়োজক হতে পারবে না পাকিস্তান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সোমবার, ২৭ নভেম্বর , ২০২৩ ১০:১৪

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, চ্যাম্পিয়নস ট্রফির আসর পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজন করা হবে। নতুন কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইসিসি আয়োজিত টুর্নামেন্টটি। অর্থাৎ এককভাবে হয়তো আর আসরের আয়োজক হতে পারবে না পাকিস্তান।

দীর্ঘ আট বছর পর আগামী ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর আগে ২০১৬ সালে শেষবার চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হয়েছিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো এ বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। তবে ধরে নেওয়া হচ্ছে, ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ করতে পারে পাকিস্তান। আর যদি পরিবর্তন হয়েই যায়, তাহলে সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হবে।

, ,

মতামত জানান :