আগামী বছর যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হবে ২০ দলের টুর্নামেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো খেলবে নামিবিয়া। তানজানিয়ার বিপক্ষে ৫৮ রানের জয় তুলে নিয়ে বিশ্বকাপে পা রেখেছে নামিবিয়া।
গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করার লড়াইয়ে আছে উগান্ডা, কেনিয়া এবং জিম্বাবুয়ে। তিন দলের মধ্যে মাত্র একটি দল নামিবিয়ার সঙ্গে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে।