নিউজল্যান্ড মেয়েদের করা ৮ উইকেটে ২৫১ রানের জবাবে পাকিস্তান মেয়েরাও ৯ উইকেটে করে ২৫১ রান। নির্ধারিত ৫০ ওভারে খেলা টাই হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
এক ওভারের ওই লড়াইয়ে নিউজিল্যান্ডের এমেলিয়া কেরের ছয় বল থেকে ১১ রান নেয় পাকিস্তান। জবাবে সাদিয়া ইকবালের ওভার থেকে ২ উইকেট হারিয়ে ৮ রান নিতে পারে নিউজিল্যান্ড মেয়েরা। মেয়েদের ওয়ানডেতে দুই মাসে দুটি টাই ম্যাচের নিস্পত্তি হল সুপার ওভারে।