১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খাজার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছে আইসিসি

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর , ২০২৩ ১০:৩৬

অনুমতি ছাড়া হাতে কালো আর্মব্যান্ড পরার কারণে খাজার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে নিজের জুতার মধ্যে একটি বিশেষ বার্তা লিখে অনুশীলনে নেমেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। তার সিদ্ধান্ত ছিল পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে সেই জুতা পরে মাঠে নামবেন।

যে জুতা পরে মাঠে নামতে চেয়েছিলেন খাজা, গাজায় মানবিক সংকটের বিষয়ে মানুষকে সচেতন করতে গিয়ে সেখানে তিনি লিখেছিলেন, ‘সকল মানুষের জীবনই সমান এবং স্বাধীনতা মানুষের অধিকার।’

এখনও পর্যন্ত খাজার এমন কাজের জন্য কোনো ধরনের শাস্তির ঘোষণা করেনি আইসিসি। তবে কোনো ধরনের শাস্তির ঘোষণা আসলেও পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অংশ নিতে তার সামনে কোনো বাধা নেই। এ অপরাধে খাজাকে হয়তো ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করতে পারে আইসিসি।

, ,

মতামত জানান :