৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অধিনায়ক ও কোচের দিকে সাকিবের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
রবিবার, ২৩ জুন , ২০২৪ ১০:২২

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮-এ ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। তার পরেই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ চণ্ডিকা হাথুরুসিঙ্ঘেকে দিকে অভিযোগ করেছেন সাকিব আল হাসান।

ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, “ব্যক্তিগত ভাবে আমি মনে করি, ওয়েস্ট ইন্ডিজ়ের মাঝে দু’একটা ম্যাচ বাদ দিয়ে যারা প্রথমে ব্যাট করেছে তারা সফল হয়েছে। সেই পরিসংখ্যানের দিকে নজর রাখলে টস জিতে প্রথমে ব্যাট করা উচিত ছিল। কিন্তু অধিনায়ক ও কোচের চিন্তা-ভাবনা হয়তো অন্য রকম ছিল।”

টস জিতে শান্ত বলেছিলেন, ভারতকে ১৬০ রানের মধ্যে আটকে রাখতে চান তাঁরা। দলের এই পরিকল্পনায় ভুল ছিল বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেন, “আমরা ভেবেছিলাম ভারতকে ১৬০ রানের মধ্যে আটকে তার পরে সেই অনুযায়ী রান তাড়া করব। সেই কারণেই হয়তো প্রথমে বল নিয়েছিলাম। কিন্তু সেটা ঠিক হয়নি।”

সাকিব বলেন, “দলে কোনও সমস্যা নেই। এটা অধিনায়কের সিদ্ধান্ত। যদি আমরা জিততাম, তা হলে সেই সিদ্ধান্তের প্রশংসা হত। হেরেছি বলে সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। এটাই স্বাভাবিক। আমার তো সেটাই মনে হয়।”

ক্রিকেটখোর/অডে

, ,

মতামত জানান :