ভারত জাতীয় দলের কোচ হিসেবে দ্রাবিড়ের এটিই শেষ ম্যাচ হতে যাচ্ছে। আগেই জানা গেছে, বিশ্বকাপের পর আর চুক্তি নবায়ন করবেন না তিনি।
‘দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ জেতো’ (ডু ইট ফর দ্রাবিড়)—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ক্যাম্পেইনও চলছে। আইসিসির অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসও ব্যবহার করছে ওই হ্যাশট্যাগ। কিন্তু দ্রাবিড় সে ধারণার সঙ্গে একেবারেই একমত নন।
ভারত কোচ এ ব্যাপারে বলেছেন, ‘জানেন তো, কারও জন্য (জেতা) ব্যাপারটি আমি ঠিক বিশ্বাস করি না। আমার ওই কথাটি পছন্দ, কেউ কাউকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কেন মাউন্ট এভারেস্টে চড়তে চাও? জবাবে বলেছিলেন, মাউন্ট এভারেস্টে চড়তে চাই, কারণ সেটি সেখানে আছে। আমি বিশ্বকাপটি জিততে চাই। কারণ, এটি এখানে আছে। কারও জন্য নয়, এটা শুধু জয় করার জন্য আছে।’
ক্রিকেটখোর/