৭ সদস্যের নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েছেন ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাক। তাদের জায়গায় এরইমধ্যে দুজনকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন করে তাদের জায়গায় সুযোগ করে দেওয়া হয়েছে দেশটির সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে।
বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে বাবর আজমকেও। পাকিস্তানের এই নির্বাচক কমিটিতে ৭ জনের বাইরেও আছেন টেস্ট কোচ জেসন গিলেস্পি ও সাদা বলের কোচ গ্যারি কারস্টেন। লাল বলের অধিনায়ক শান মাসুদ ও সাদা বলের অধিনায়ক বাবরকেও দেওয়া হয়েছে বিশেষ ক্ষমতা।
আগামী আগস্টে বাংলাদেশ সিরিজ সামনে রেখে দল ঘোষণা করবে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে আনুষ্ঠানিক কাজ শুরু করবে পিসিবির নতুন নির্বাচক প্যানেল। এর পর দল ঘোষণা শেষে সবাইকে নিয়ে বিশেষ ক্যাম্প করবে দলটি। সেই ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করবেন কোচরা।
ক্রিকেটখোর/অড