করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়েছিলো বাংলাদেশের ক্রিকেট। আর এই অবসর সময়ে তারকা ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় ভক্তদের মাতিয়ে তুলেছিলেন তামিম ইকবাল। এখন করোনার প্রভাব কাটিয়ে ক্রিকেটাররা ফিরেছেন অনুশীলনে। কিন্তু সেখানে নেই তামিম ইকবাল খান। এতেই সমালোচনার ঝড় ক্রিকেটপাড়ায়, কেনো মাঠে ফিরেছেন না তামিম ইকবাল? অবশেষে সমালোচনার সমাপ্তি ঘটেছে।
ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছেন তিনি। আজ (১৬ আগস্ট) অনুশীলনে ফিরেছেন খান সাহেব। মিরপুরে সকল প্রকার নিয়মকানুন মেনেই করোনা পরবর্তী সময়ে অনুশীলন শুরু করেছেন তিনি।
অবশ্য, আরো আগেই মাঠে ফিরতে পারতেন তামিম। কিন্তু অসুস্থতার কারণে তাকে যেতে হয়েছিল ইংল্যান্ডে। সেখান থেকে ফিরে কয়েকদিন বিশ্রাম নিয়ে অবশেষে আজ মিরপুরে পা রাখলেন বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক।