বর্তমান সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল বাংলাদেশ এবং ভারত। দুই দলের খেলা হলে দর্শকের আগ্রহের কমতি থাকেনা। গত কয়েক বছরে ভারতের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে আসছে টিম টাইগাররা। এবার টাইগারদের ডেরায় আগমন ঘটতে যাচ্ছে প্রতিবেশী দেশের।
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালের নভেম্বর মাসে ২টি টেস্ট এবং ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত।
এর আগেও বাংলাদেশ সফরে এসেছে ভারত। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পা রেখেছিল ধোনি বাহিনী। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ জয় পেয়েছিল ২-১ ব্যবধানে। তাইতো এবারো ভালো কিছুর আশায় কোটি টাইগার ভক্ত।