৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

না ফেরার দেশে বাঘিনীদের সাবেক কোচ

প্রতিবেদক
Arfin Rupok
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর , ২০২০ ৪:০৭

ডেভিড ক্যাপেল, বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ এবং সাবেক ইংলিশ অলরাউন্ডার। ক্রিকেট মাঠের ব্যাটে বলা প্রমাণ করা ক্যাপেল ক্রিকেটকে বিদায় জানিয়ে দায়িত্ব পালন করেছিলেন প্রধান কোচের। ক্রিকেটে হার না মানা এই যোদ্ধাকে এবার হার মানতেই হলো। শারীরিক অসুস্থতায় মাত্র ৫৭ বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

২০১৮ সালের অক্টোবরে ক্যাপেলের ব্রেইন টিউমার ধরা পড়ে। এরপর থেকেই নিয়মিত চিকিৎসা গ্রহণ করতেন তিনি। অবশেষে তাকে হার মানতে হলো, গত বুধবার (২ সেপ্টেম্বর) নিজ বাড়িতেই জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেন ক্যাপেল।

এর আগে, ২০১৬ সালে বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্বে আসেন ক্যাপেল। জাহানারা আলম, রুমানাদের তৈরি করা ক্যাপেলের দুই বছরের মেয়াদ শেষ হয় ২০১৮ সালে নারীদের দক্ষিণ আফ্রিকা সফরের পর। এশিয়া কাপে চ্যাম্পিয়ন কোচের তকমা না পেলেও তিনিই ছিলেন চ্যাম্পিয়নদের গড়ে তোলার কারিগর।

,

মতামত জানান :