১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবারো জার্সি নিলামে তুলবেন সাকিব আল হাসান

প্রতিবেদক
Marajul Islam
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর , ২০২০ ৮:৫১

বন্যা পরিস্থিতিতে অসহায়দের সাহায্য করার জন্য সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং গালফ অয়েলের যৌথ আয়োজনে ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি নিলামে তোলা হবে। যাতে দলটির সকল ফুটবলারের স্বাক্ষর থাকবে। এই জন্য জার্সিটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লক্ষ টাকা। এছাড়া থাকবে দুটি ম্যাচের টিকিট।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিটে এই নিলাম শুরু হয়, যা শেষ হবে রবিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টায়। নিলামের সমাপ্তি পর্বে লাইভে আসবেন সাকিব।

সাকিব আল হাসান ফাউন্ডেশন জানায়, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান ফুটবলারদের অটোগ্রাফ সম্বলিত একটি জার্সি ও পরের মৌসুমে ওল্ড ট্রার্ফোডে বসে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা লাইভ দেখার দুটি ম্যাচ টিকিট (ম্যাচের বিস্তারিত সকল তথ্য গালফ অয়েল বাংলাদেশ সময়মতো জানিয়ে দেবে)। এই চ্যারিটি নিলাম থেকে প্রাপ্ত সকল অর্থ বন্যার্তদের সাহায্যার্থে ব্যয় করা হবে।’

নিলামে বিড করা যাবে ফাউন্ডেশনের ফেসবুক পেইজের নির্ধারিত পোস্টের কমেন্টে এবং পেইজের ইনবক্সে।

, ,

মতামত জানান :