বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আম্পায়ারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। কুমার ধর্মসেনা কে এলিট আম্পায়ার হিসেবে রেখে তালিকাটি প্রকাশিত হয়। ধর্মসেনার সাথে সঙ্গী হচ্ছেন রুচিরা পালিয়াগুরুগে, রবীন্দ্র উইমালাসিরি ও লিন্ডন হানিবাল। এদের সাথে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালা।
এর আগে ধর্মসেনাকে পাবে কিনা এ নিয়ে দোটানায় ছিল সকলেই৷ শেষ পর্যন্ত আইপিএলকে না বলে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজেই থাকছেন এ আম্পায়ার।
উল্লেখ্য, অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ। তিন ম্যাচের এই সিরিজটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে।