বেশকয়েকদিন থেকে সরকারের নিয়ন্ত্রণে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সকল কার্যক্রম। এর ফলে চড়া মূল্য দিতে হতে পারে দেশটির ক্রিকেটকে। আইসিসির নিয়ম অনুযায়ী যেকোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ থাকবে না। সরকারের অধীনে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হবার আগেই দুঃসংবাদ শুনতে হলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে।ইতিমধ্যেই ওয়ানডে স্পন্সর মোমেন্টামের স্পন্সরশীপ হারিয়েছে তারা।
দক্ষিণ আফ্রিকার বর্তমান ওয়ানডে স্পন্সর মোমেন্টাম। যাদের চুক্তির মেয়াদ ছিলো ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত। কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের বর্তমান সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে অসন্তুষ্ট তারা। তাইতো দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্পন্সর থেকে নিজেদের নামটি সরিয়ে নিয়েছে তারা।
তবে, মোমেন্টাম দক্ষিণ আফ্রিকা প্রমিলা দলের স্পন্সর হিসেবে থাকছে। যেটির মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত।
উল্লেখ্য, মোমেন্টাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্পন্সর থেকে নিজেদের সরিয়ে নিলেও বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে চাপ দিচ্ছে।