টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়ে ক্রিকেট পাড়ায় উঠেছিল নানান কথা। অনেক জলঘোলার পর শ্রীলঙ্কা সফরের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে আলোচনা সাপেক্ষে আপাতত শ্রীলঙ্কা সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।
আগামী মাসের ২৪ তারিখে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিলো টিম টাইগারদের। কিন্তু কোয়ারেন্টাইনের বিষয়টি ছাড়াও বেশকিছু শর্ত জুড়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। যেই শর্তগুলো মেনে শ্রীলঙ্কা সফর করা সম্ভব নয় বিসিবির। তাইতো আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের শ্রীলঙ্কায় না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছেনা টিম টাইগারদের। তবে, আন্তর্জাতিক ক্রিকেটে না ফিরলেও বর্তমান সময়ে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ বিসিবির। বিসিবি সভাপতি জানান, ঘরোয়া কোনো টুর্নামেন্ট দিয়ে শীঘ্রই দেশের ক্রিকেটারদের খেলায় ফেরানোর পরিকল্পনা রয়েছে বিসিবির।